স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ সাহিত্য সম্পাদক ও নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের সহ-সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন রিজভী আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার ২৯ জুলাই বিকেল পৌঁনে পাঁচটায় নরসিংদী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫২ বছর।
তিনি গত ২৩ জুন ২০১৯ স্ট্রোকজনিত কারণে ঢাকা অ্যাপোলো হাসপাতালে ও পরবর্তীতে নরসিংদী ডায়াবেটিক হাসপাতালে দীর্ঘ ১ বছরের অধিককাল চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জোনাকী টেলিভিশন/কেএ/২৯/০৭/২০২০ইং
Leave a Reply