বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মাস জুড়ে চলছে লকডাউনে অভুক্ত হয়ে পড়া কুকুর-বিড়ালদের খুঁজে খুঁজে খাবার পৌছে দিচ্ছে তরুণ প্রজন্মের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াংস্টার কমিউিনিটি বাংলাদেশ। সংগঠনটির কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে এবার ব্যক্তি উদ্যোগে রাজধানীর পুরাণ ঢাকায় বেশ কিছু অভুক্ত কুকুর-বিড়ালের মুখে খাবার তুলে দিলেন সবুজ আন্দোলনের সভাপতি ও ইয়াংস্টার কমিউনিটি বাংলাদেশ-এর সদস্য এডভোকেট আবু বকর সিদ্দিক।
আজ (২৯ এপ্রিল) বুধবার বিকেলে পুরাণ ঢাকার শহরে অভুক্ত থাকা বেশ কিছু কুকুর খুঁজে খুঁজে খাবার পৌছে দেন তিনি। এর দুদিন আগে রাজধানীর রামপুরা, আফতাবনগর ও বনশ্রী এলাকায় অভূক্ত প্রাণীদের খুঁজে খুঁজে খাবার খাওয়াচ্ছেন এ কাজটি পরিচালনা করেন সংগঠনটির অন্যতম সদস্য মাসুম বিল্লাহ ও রুবেল হোসেন। এ কার্যক্রম অব্যাহত রয়েছে প্রতিদিন।
এদিকে ‘ফুড ফর হাঙ্গরী অ্যানিমেলস’ এই স্লোগান নিয়ে গত ৫ এপ্রিল হতে প্রতিদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিভিন্ন হাট-বাজারে গিয়ে অভুক্ত কুকুর-বিড়ালদের খাবার পৌঁছে দিচ্ছে তেঁতুলিয়া ইয়াংস্টার কমিউনিটি। প্রতিদিন তারা ৫০-৬০টি অভুক্ত কুকুর-বিড়ালকে খাবার দিয়ে আসছেন তারা।
এ বিষয়ে সবুজ আন্দোলনের সভাপতি এড.আবু বকর সিদ্দিক বলেন, ইয়াংস্টার কমিউনিটি বাংলাদেশ এর “মানুষের পাশে মানুষ, প্রাণীর পাশেও মানুষ” মানবিকতায় অভিভাবকহীন মানসিক ভারসাম্য বিকারগ্রস্থ ব্যক্তি, পথশিশুসহ ও অভুক্ত প্রাণীদের কাছে খাবার পৌছানোর বিষয়টি আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। তাই ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করলাম কিছু অভুক্ত প্রাণীদের মুখে খাবার পৌছানোর।
Leave a Reply