ঘরবন্দি মানুষ। অনেকের উপার্জন বন্ধ। আধ বেলা খেয়ে না খেয়ে দিন পার করছেন অনেকেই। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছে অনেক সংগঠন। অনেকে আবার ব্যক্তি উদ্যোগেও এগিয়ে এসেছেন। আর এরই ধারাবাহিকতায় যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এরমান হক বাবুর সহযোগিতায় ও ৫নং ওয়ার্ড যুবলীগ এর সদস্য সচিব মো. আমির হোসেন এর নিজ উদ্যোগে দুই শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার রাতে ঢাকা দক্ষিণের ৫ নং ওয়ার্ডে বাসা-বাড়িতে সহায়তা পৌঁছে দেয়া হয়।
ওয়ার্ড যুবলীগ সদস্য সচিব মো. আমির হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এর নির্দেশে আমরা ৫ নং ওয়ার্ড যুবলীগ প্রতিনিয়ত রাজারবাগ, কালীবাড়ি আহম্মদবাগ, মায়াকাননের মানুষের মাঝে ভালোবাসার উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। সামনেও এ কার্যক্রম চলমান থাকবে।
এদিকে সাহায্য পাওয়া কয়েকজন জানান, চলমান পরিস্থিতিতে প্রতিটি রাজনৈতিক সংগঠনও সাবলম্বী ব্যক্তিদের এগিয়ে আশা উচিত। আমির হোসেনের সহায়তায় তারা সন্তুষ্ট।
Leave a Reply