বুধবার সচিবালয়ে তার নিজ দফতরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসবে কি-না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরীর কমিটিতে সম্পূর্ণ নতুন মুখ এসেছে। কেন্দ্রীয় আওয়ামী লীগেও নতুন মুখ আসবে, আওয়ামী লীগের সম্মেলন মানেই নতুন-পুরাতন মিলিয়ে কমিটি হবে।
সাধারণ সম্পাদকের পদে নতুন মুখ আসছে কি-না-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। কারণ উনি আমাদের কাউন্সিলরদের মাইন্ড সেটাপ ভালো করেই জানেন। আমাদের কাউন্সিলররাও সবসময় নেত্রীর ওপর একটা আস্থা রাখে।
নেত্রী যেটা সিদ্ধান্ত নেবেন সে সিদ্ধান্তই চূড়ান্ত উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, আমি সাধারণ সম্পাদক থাকি আর না থাকি সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তার সিদ্ধান্তে আমাদের কোনো দ্বিমত নেই। তিনি যে সিদ্ধান্ত নেবেন দলের স্বার্থে আমরা তাকে স্বাগত জানাবো। পার্সোনালি নিজেও স্বাগত জানাবো।
Leave a Reply