কুষ্টিয়ার খোকসায় লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খোকসা জানিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ দুপুর দু’টায় খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হবার কথা রয়েছে। ওই সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকে সম্মেলন স্থলে। বেলা ১১ টার দিকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ সমর্থকরা চেয়ার দখলের চেষ্টা করেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
চেয়ার ছোড়াছুড়ি এমনকি লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষের জের সম্মেলনস্থল ছাড়াও আশপাশ এলাকা ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply