বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। দেশ এগিয়ে যায়। সাধারণ মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করছে। এজন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।
তিনি মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী আরিফ এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক মোল্লা, জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সারাম, চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুননাহার মুহিত প্রমুখ।
বিকেলে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা।
Leave a Reply