পরন্তু বিকেল একলা ঘরে
আমি বসে ভাবছি খাটের কোণে।
জানালার পাশে উদাসীন ঘাটে
আকাশের রং মাখা বর্ণ আঁকে ।
রঙিনময় জীবন থমকে আছে
তোমার ছলনাময় ছন্দ ঝাঁকে ।
আমি ভালো নেই,আমি নেই।
আমার মাঝের আমিকে হারিয়ে
আজ আর আমি ভালো নেই ।
তুমি এসেছিলে আমার জীবনে
রঙিন সূর্যের উদিত আলোকিত বনে।
উজ্জীবিত হয়েছিল জীবন আমার
অস্তমিত না হওয়ার জাগরণে তোমার ।
হঠাৎ থমকে দিলে চারপাশ
কয়েকটা দিন যেতেই আমি হতাশ ।
জানালার পাশে সময় হাতে
অস্তমিত সূর্যের অপেক্ষায় বটে।
সময় স্থির অবস্থায় ছুটছে
তোমার কথাই শুধু মনে পড়ছে।
তুমি আমার ছলনা নয়
অভ্যাসের দাস শুধু বয়।
একাকিত্ব কারো আপন নয়
হৃদয় পানে একলা করে রয়।
Leave a Reply