নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আটোয়ারী প্রেসক্লাবের আয়োজনে যায়যায়দিন পত্রিকার আটোয়ারী প্রতিনিধি মনোজ রায় হিরু’র সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি’র সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শুরু হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ও আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু।
প্রধান অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক।
আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান মালায় উপস্থিত থেকে যায়যায়দিন পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সানোয়ার হুদা সাধন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আবু জাহেদ, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুস, বনিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, আটোয়ারী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় পার্শ্ববর্তী বোদা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, বিটিভি’র পঞ্চগড় প্রতিনিধি মোঃ আমির খসরু লাবলু, আটোয়ারী প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ সহ যায়যায়দিন পাঠক ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply