পঞ্চগড় প্রতিনিধি
আটোয়ারী ৪১ হাজারের অধিক বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ট্যাবলেটসহ আলী হোসেন (৩০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এই সময় তার কাছ থেকে ৪১ হাজার ১শত ৬০পিস বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ‘সুখী’ নামক ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আটককৃত আলী হোসেন উপজেলার মির্জাপুর গ্রামের আফাজ উদ্দীনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার এসআই মোকাররম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বুধবার গভীর রাতে উপজেলার মির্জাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলী হোসেনকে আটক করে এবং তার বাড়ী তল্লাশী করে ৪১ হাজার ১শত ৬০পিস বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ‘সুখী’ নামক ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আসামী আলী হোসেন বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট গুলো গোপনে কমদামে সংশ্লিষ্ট দপ্তরের অসাধু কর্মচারীর নিকট হতে ক্রয় করে তা ইয়াবা ও হিরোইনের সাথে মিক্সড করে সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল বলে জানায়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পঞ্চগড় বিজ্ঞ আদালতে আরো ৬টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।
Leave a Reply