আতাউর রহমান সানি, আড়াইহাজার (নারায়নগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে মহাষষ্ঠী এর মাধ্যমে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
হিন্দু ধর্মেতে দেবতাগণ, বিশিষ্ট ব্যক্তি অথবা অতিথির পূজা করার রীতি রয়েছে। স্থান ও কাল ভেদে বিভিন্ন প্রকার পূজানুষ্ঠান এই ধর্মে প্রচলিত। যথা গৃহে বা মন্দিরে নিত্য পূজা উৎসব উপলক্ষে বিশেষ পূজা বা কার্যারম্ভের পূজা কৃত ইত্যাদি। তবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা।
আজ সোমবার ( ১১ অক্টোবর) আড়াইহাজার উপজেলা জেলার বিভিন্ন মন্ডপে তিথি অনুযায়ী শুরু হয়েছে মহাষষ্ঠী পালন। এর পর রয়েছে মহাসপ্তমী, মহাআষ্টমী, মহানবমী এবং বিজয়া মহাদশমী ।
Leave a Reply