আড়াইহাজার সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) বিকালে আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবু।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিয়া মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হ্যালো, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী।
সভা পরিচালনা করেধ আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম বাবু বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের গুরুত্ব ও তাৎপর্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ।
Leave a Reply