কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে মুজিবর্ষে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তর উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, আত্রাই থানার অফিসার ইনচাজ (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, সাধারণ সম্পাদক সরদার উত্তাল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, কালিকাপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নাজমূল হক নাদিম, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, দৈনিক করতোয়া আত্রাই প্রতিনিধি মুজাহিদ খান, সাংবাদিক আব্দুল মজিদ মল্লিক, সাংবাদিক রুহুল আমিন, সাংবাদিক মিতু মনি, সাংবাতিক রওশন আরা পারভীন শিলা, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক কাজী রহমান প্রমূখ।
উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম জানান, মুজিব বর্ষে দ্বিতীয় পযায় আরও দশটি ঘর এ উপজেলায় গৃহহীনদের জন্য নিমান করা হয়েছে। দেশব্যাপী নির্মিত এসব ঘর হস্তান্তর উপলক্ষে আগামী রোববার প্রধান মন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে হস্তান্তরের উদ্বোধন করবেন।
Leave a Reply