কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি:
রোবার সকাল সাড়ে এগারো ঘটিকার সময় নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের বড়-সাঁওতা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৬ আসন (আত্রাই-রাণীনগর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।
উদ্বোধন শেষে দুপুর বারোটায় বড়-সাঁওতা উচ্চ বিদ্যালয় চত্বরে করোনা ভাইরাস সামাজিক দূরত্ব বজায় রেখে এক মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন তিনি।
অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম-উল ইসলামের সভাপতিত্বে (ভার-প্রাপ্ত) প্রধান শিক্ষক বিধু ভূষন দাস এর সঞ্চলনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, নাটোর জেলার সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) উপ-সহকারী প্রকৌশলী সুজাউদ্দিন সরদার, আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান শেথ হাফিজুর রহমান হাফিজ, আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যা প্রমূখ।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক ও আহসান গঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, নওগাঁ জেলা পরিষদের মহিলা সদস্য ফেরদৌসী ইয়াসমিন ডেজি, বিশা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, শাহজাহান আলী,ইউপি সদস্য কামরুজ্জান শিপন প্রমূখ।
বড়-সাঁওতা উচ্চ বিদ্যালয়ের দ্বি-তল ভবনের প্রাক্কলিত ব্যায় এক কোটি ছয় লাখ টাকা। নির্মাণকারী ঠিকাদারী হিসেবে কার্যাদেশ পান ইউ, আর এন্টার প্রাইজ- প্রোঃ মোঃতৌহিদুল আলম (উজ্জল) চক এনায়েত ।
Leave a Reply