নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে ঘরে উঠতে শুরু করেছে। মৌসুমের শুরুতে দামও পাচ্ছে বেশ। আর এই ভাল দাম পেয়ে কৃষকের মূখে হাসি যেন ধরেনা। আত্রাইয়ের সরিষা চাষীরা ভাল দাম পেয়ে খুশির হাসি হাসছে।
উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি সরিষা মৌসুমে আত্রাই উপজেলায় ৪ হাজার ৭ শ’ ৩০হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছিল। উপজেলায় এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছিল৪ হাজার ৫ শ’ ২০ হেক্টর। বর্তমানে বাজারে মন প্রতি ২ হাজার ৪ শ’ টাকা দরে সরিষা বিক্রি হচ্ছে।
কৃষি বিভাগ জানায়, প্রতি বিঘা জমিতে ৮ থেকে ১০ মন সরিষা উৎপন্ন হয়। আত্রাই উপজেলায় বিনা সরিষা-৯,বারি সরিষা-১৪, ট্রাব-৭ সহ বিভিন্ন জাতের সরিষা চাষ করা হয়েছিল।
উপজেলার সাহাগোলা ইউপির জাতো পাড়া গ্রামের কৃষক আকরাম হোসেন বলেন, দেশে ভোজ্য তেলের দাম বেড়েই চলছে, তাই তেলের চাহিদা মেটাতে সরিষার চাষ করছি। আমি অণ্যান্য বছরের ন্যায় এবারও সাত বিঘা জমিতে সরিষা চাষ করেছি।
উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মালিপুকুর গ্রামের কৃষক আজাদ হোসেন জানান, প্রতিবিঘা জমিতে সরিষা আবাদ করতে বীজ, কীটনাশক ও সার বাবদ চার হাজার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়। এতে করে কৃষক অনেকটা লাভোবান হচ্ছে। পরবতীতে ওই জমিতে বোরো আবাদে চাষ করতে সার ও কীটনাশক কম লাগে।
আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাওছার হোসেন বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৫ শ’ ২০ হেক্টর জমিতে সরিষার চাষের লক্ষ্য মাত্রা ধরা হলেও তার চেয়ে অধিক জমিতে সরিষা চষ করে কৃষকেরা। এবছর আত্রাই উপজেলায় মোট ৪ হাজার ৭ শ’ ৩০ হেক্টর জমিতে সরিষার চাষ করেছেন কৃষকরা।এবার বাম্পার ফলন হয়েছে।
Leave a Reply