নরসিংদী প্রতিনিধি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন ব্যাডমিল্টন ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে শিবপুর তরুনোদয় সংঘের উদ্যোগে শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ব্যাডমিল্টন ফাইনাল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন।
শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুহসীন নাজির, সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা আঙ্গুর, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, জেলা আওয়ামীলীগের সদস্য ফরহাদ আলম ভূইয়া, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভূইয়া জুনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ আরোও অনেকে।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন শিবপুর সনাতন সংঘ বনাম দুলারপুর ইউনিয়ন ক্রিয়া চক্র । ৫ ম্যাচে শিবপুর সনাতন সংঘকে দুলারপুর ইউনিয়ন ৩-১ জয় লাভ করেন। পরে বিজয় দলকে মোটরসাইকেল ও রানারআপ দলকে ফ্রিজ পুরস্কার দেন প্রধান অতিথি।
Leave a Reply