নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর আমদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে আব্দুল্লা ইবনে রহিজ মিঠু জয়লাভ করেছেন। রবিবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে নরসিংদী জেলার ২২ টি ইউনিয়নের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করে। ফলাফলে আমদিয়া ইউনিয়ন পরিষদে ১৬ হাজার ১৫২ ভোট বেশী পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লা ইবনে রহিজ মিঠু চেয়ারম্যান নির্বাচিত হয়।
আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু। অপর প্রার্থীরা হলেন, আ’লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন ভূইয়া রিপন (আনারস), বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্রের(ইশা) ইসমাইল হোসেন (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী শরীফ আহমেদ (চশমা)
নির্বাচনে আমদিয়া ইউনিয়নের ১৯ হাজার ৪৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তদ্মধ্যে বৈধ ভোট ১৯ হাজার ১৮৪টি এবং ৩১৪টি ভোট বাতিল বলে গন্য হয়। আব্দুল্লা ইবনে রহিজ মিঠু নৌকা প্রতীক নিয়ে ১৭ হাজার ৫১৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মো: নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন পায় এক হাজার ৩৬৫ ভোট। তাদের ভোটের ব্যবধান ১৬ হাজার ১৫২ ভোট।
ফলাফল ঘোষণার পর চেয়ারম্যান হিসেবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় আব্দুল্লা ইবনে রহিজ মিঠু আমদিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এদিকে আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আব্দুল্লা ইবনে রহিজ মিঠু নির্বাচিত হওয়ায় নরসিংদীর খাসখবর পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক কবির হোসেন, নির্বাহী সম্পাদক আব্দুল জলিল মিয়া, বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন (সাদ্দাম), সহযোগী সম্পাদক মাহফুজ আলমসহ নরসিংদীর খাসখবর পরিবারের সাথে যুক্ত সকলে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply