নিজস্ব প্রতিবেদক
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু। প্রচার-প্রচারণার অংশ হিসেবে আলোচনা ও মতবিনিময় সভাসহ গণসংযোগ চালিয়ে যাচ্ছে।
এরই অংশ হিসেবে গত বুধবার আমদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেলাটিতে আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু ‘র সমর্থনে এক বিশাল নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই মাস্টার।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু বলেন, আমি আপনাদের সন্তান আপনাদের সমর্থন পেলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হব। আপনাদের দোয়া আমার সাথে থাকলে এবং বিগত দিনে দলে আমার ভুমিকা পর্যালোচনা করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমার হাতেই নৌকা তুলে দিবেন বলে আমি বিশ্বাস করি। দলীয় মনোনয়ন পেলে অবহেলিত আমদিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে গড়ে তুলব ইনশাল্লাহ।
মতবিনিময় সভায় এলাকার শত শত মানুষ উপস্থিত থেকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন প্রদান করে তার হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply