স্টাফ রিপোর্টার:
আপনারা যদি আমাকে ভালবাসেন, যোগ্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনে করেন তাহলে আবারো আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন, আমি আপনাদের সেবা করতে এসেছি শাসন করতে নয়।
নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিক্ষাবিদ লায়লা কানিজ লাকি।
শনিবার বিকাল চারটায় উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি সরকারি প্রাথমিকবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুবুর রহমান আয়ুবের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ। এসময় রাজিব আহমেদ পার্থ যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সেলিম মিয়া, দপ্তর সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা রহমান ডলি, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জোছনা বেগম, পাড়াতুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, মরজাল ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও চরআড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারান সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।
Leave a Reply