নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলায় ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলা মোড় বেলিন্ডা রেস্টুরেন্টে বীর মুক্তিযোদ্ধা সুবেদার খন্দকার মতিউর রহমান বীর বিক্রম’র সন্তান কে এইচ খলিলুর রহমান আপেল’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের নাম করণ করা হয়।
এ সময় মুক্তিযোদ্ধার সন্তান কে এইচ খলিলুর রহমান আপেলকে আহবায়ক ও সাংবাদিক এস এম শরীফকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এ্যডভোকেট পারভীন সুলতানা, এ্যডভোকেট মমতাজ সেফালি, রোকসানা ওয়াহিদ, এ্যডভোকেট ফাতেমা, আশিকুল্লাহ আশিক, খন্দকার শাহনেওয়াজ, রনি সরকার, এডভোকেট নার্গিস, শাহীন অর রশিদ, মাহবুব হোসেন ও ফারুক প্রমূখ।
সভা শেষে সংগঠনের সদস্য সচিব এস এম শরীফ জানান, যত দ্রুত সম্ভব জেলার প্রতিটি উপজেলা ও পৌর কমিটি গঠনের মাধ্যমে মুক্তিযোদ্ধা সন্তানদের একটি অধিকার প্লাটফর্ম হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও পারিবারিক নিরাপত্তার বন্ধন জোড়দার করা হবে। সকলের সহযোগিতায় সংগঠনকে সু সংগঠিত করে অন্যন উচ্চতায় নিয়ে যেতে সচেষ্ট থাকবো।
Leave a Reply