আবুল কাশেম, নরসিংদী থেকে:
নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে শাহ আলম চৌধুরি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৪ই ডিসেম্বর) বিকেলে আলোকবালি ইউনিয়নের পশ্চিম পাড়া এস,আলম ব্রিকফিল্ড মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় লাল দল একাদশ ও কালা দল একাদশ অংশ নেয়। প্রতিদ্বন্ধিতামূলক প্রীতি ম্যাচের উদ্বোধন করেন আব্দুল কাইয়ুম সরকার।
আলোকবালি ইউনিয়নের সমাজ সেবক শাহ আলম চৌধুরির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এড: আসাদ উল্লাহ।
প্রীতি ফুটবাল ম্যাচ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউল শিল্পি জহির পাগলা, ইউ,পি সদস্য মাওলানা আলাউদ্দিন, নরসিংদী সানবীম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদ সরকার রাব্বি, ইউ,পি সদস্য আ:রশিদ, শাহিন সরকার, আব্দুল লতিফ, আরিফুল ইসলাম সোহেল, শিশির মিয়া, কালু মেম্বার, রিপন মোল্লা, কামাল পারভেজ, কাউসার মাস্টার, সাকিবুল হক, দুলাল বাবু প্রমুখ।
টান টান উত্তেজনাপুর্ন্ খেলায় ট্রাইব্রেকারের জয়-পরাজয় নির্ধারিত হয়। ট্রাইব্রেকারের লাল দল, কালা দলকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন, মাধবদী এস,পি স্কুলের ক্রিয়া শিক্ষক মাসুদ রানা। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply