আবুল কাশেম, চরাঞ্চল প্রতিনিধি নরসিংদী :
প্রতিদিন সঞ্চয় করি, সুখি সুন্দর জীবন গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদি সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালি বাজারে আজ বৃহ:বার সকাল দশ ঘটিকায় সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শাখা শুভ উদ্বোধন করা হয়।
অন্যান্য ব্যাংকের ন্যয় এখানেও সকল লেনদেন করা যাবে। উক্ত শাখা থেকে যেসব সেবা প্রদান করা হবে এর মধ্যে উল্লেখ্যযোগ্য হল, বিদেশ থেকে পাঠানো টাকা সহজে উত্তোলন, আঙ্গুলের ছাপ দিয়ে সহজে, নিরাপদে, নিশ্চিত ব্যাংকিং, সেভিং, কারেন্ট একাউন্ট, ডিপিএস, ডিপোজিট খোলা, নগদ অর্থ জমাও উত্তোলন, পল্লীবিদ্যুৎ বিল গ্রহন,গোপন নাম্বারে টাকা উত্তোলন।
এসময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংক এর ট্রেনিং অফিসার মুন্নাফ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরি, শাহিন সরকার, উক্ত শাখার পরিচালক শুক্কুর আলি মাস্টারসহ নাছির উদ্দিন, কাউসার মাস্টার, জলিল মাস্টার, ফটিক মাস্টার, সিরাজুল ইসলাম, মাওলানা বেনজির আহম্মেদ, মিটল মিয়া, উজ্জল দাস সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply