আবুল কাশেম, নরসিংদী
নরসিংদী সদর উপজেলা চরাঞ্চল আলোকবালির কেন্দ্রীয় ঈদগাহও কবরস্থানের উন্নয়ন কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর নরসিংদী রেলওয়ে মসজিদের ইমাম মুফতি নুর মুহাম্মদ এর দোয়াও মোনাজাতের মধ্যদিয়ে উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরি,আকরামুল ইসলাম সমির,আব্দুল কাইয়ুস সরকার,মৌলভী আলাউদ্দিন,নুরুল ইসলাম,আব্দুর রশিদ মেম্বার,নাছির মেম্বার,,মরম আলি,ফোরকান সরকার,আরিফ চৌধুরি,কাউছার মাস্টার,কাউছার আলম,আব্দুল জলিল মাস্টার,সাখাওয়াতুলহক সোহেল,ক্বারি মজিবুর রহমান,দুলাল মিয়া,জামান সরকার,সাকিবুল হক,জুয়েল রানা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উন্নয়ন কাজের প্রধান সম্বনয়কারি নুরুল ইসলাম বলেন,‘এটা আমাদের কারো নিজস্ব সম্পত্তি নয়, িএখানের সবার সমান দায়িত্ব,আমি শুধুমাত্র তদারকি করছি।সকলের আর্থিক সহযোগিতা ও অংশিদারিত্বে মাধ্যমে আমরা এ কাজ কে সফল করব ইনশাল্লাহ। ইতোমধ্যে এ কাজে প্রবাসি, এলাকার দানশীল ব্যক্তিদের কাছ থেকে ভাল সাড়া পাচ্ছি।এ উন্নয়ন কাজে বিশ থেকে পচিশ লক্ষ টাকা খরচ হবে বলে তিনি জানান।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/২৭-০৬-২০ইং
Leave a Reply