আবুল কাশেম, নরসিংদী:
নরসিংদী সদর উপজেলায় আলোকবালি ইউপি কার্যালয়ে আজ বুধবার (২৩ জুন) আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
“মুজিব মানে মুক্তি, মুজিব মানে বাংলাদেশ” এই শ্লোগানে আলোকবালিতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সংগ্রাম ও উন্নয়ন অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭২ বছর প্রতিষ্ঠা বার্ষিকী।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনসহ সব সাফল্য এসেছে আওয়ামীলীগের নেতৃত্বে। আওয়ামীলীগ দীর্ঘ ৭২ বছর ধরে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সফলতার সঙ্গে আন্দোলন করে আসছে। দেশের উন্নয়ন অগ্রগতি আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এসব অর্জন সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন বলে। আওয়ামীলীগ দেশের গণমানুষের সংগঠন। এই সংগঠনে আমরা থাকাতে নিজেদের গৌরবাম্বিত মনে করছি।
৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং ৩ তলা বিশিষ্ট ইউপি কার্যালয় উদ্বোধন করেন আলোকবালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার দিপু।
এ সময় আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ, কালাম মেম্বার, আরিফুল ইসলাম সোহেল, ইউপি সচিব খালেদ মাহমুদ, সমাজসেবক মিটল মিয়া, তানিম আহমেদ সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply