আবুল কাশেম, চরাঞ্চলীয় প্রতিনিধি
নরসিংদীর আলোকবালীতে মিনিবার ফুটবল প্রিমিয়ার লীগ-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আলোকবালী ইউনিয়নের মুরাদনগর ঈদগা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় ডা: সুমন আহমেদ একাদশ বনাম নজরুল ইসলাম একাদশ দল।
চরম উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্ধিতামূলক ফাইনালে নজরুল ইসলাম একাদশ ২-০ গোলের ব্যবধানে ডা: সুমন আহমেদ একাদশকে পরাজিত করে বিজয়ী হবার গৌরব অর্জন করে। মিনিবার ফুটবল প্রিমিয়ার লিগ ২০২০ এর এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নেয়। লীগ পর্যায় থেকে শুরু হয়ে ফাইনাল পর্যন্ত প্রায় এক মাসব্যাপী চলে এ টুর্নামেন্ট।
নরসিংদী জজকোর্টের সহকারী পাবলিক প্রসিটর ও আলোকবালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লা ‘র সভাপতিত্বে আলোকবালী ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী প্রধান অতিথি এবং আলোকবালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাইয়ুম সরকার উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মিয়া, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সোহেল ইউপি সদস্য রায়হান মিঞা, আলোকবালী ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব আব্দুল লতিফ, তাতী লীগের সভাপতি জালাল উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মোমেন, রুবেল আহমেদ, মাসুদ আহমেদ,আইনুল ইসলাম ও ডা: সুমন আহমেদ প্রমুখ।
খেলা শেষে সভাপতিসহ অতিথিরা চ্যাম্পিয়ান ও রানার আপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply