নরসিংদী প্রতিনিধি :
সুবিধা বঞ্চিত অর্ধশতাধিক পথ শিশুদের নিয়ে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদীর মৌসুমি ফল উৎসব আয়োজন করেছেন। শুক্রবার (২৩ জুম) দুপুরে নরসিংদী পৌর পার্কে এ আয়োজন করা হয়।
আয়োজন জানান, শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে আলোকিত নরসিংদীর প্রতি বছর মৌসুমি ফল উৎসব করে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন, দোতলকান্দী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রভাষক গোস্টলাল দাস, খানদানি ইভেন্ট ম্যানেজমেন্ট এর পরিচালক মাইনুল, আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল সহ প্রমুখ।
সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, সুবিধা বঞ্চিত পথশিশুরা রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের প্রয়োজনীয় পুষ্টির অভাব রয়েছে। তাদের পুষ্টির কথা বিবেচনা করে আমরা ফল উৎসব করে থাকি। আশা করছি এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।
Leave a Reply