এক অনন্য প্রতিভার অধিকারী বীর মুক্তিযোদ্ধা ড. মুহম্মদ ইদ্রীছ ভূঁইয়া স্যার। যিনি শিক্ষা ও গবেষণা এবং রোমান্টিক ধর্মী অসংখ্য বই লিখেছেন । তিনি শুধু কবিই নন, সাহিত্যিক, গবেষক , সিনিয়র এডভোকেট এবং চিন্তাবীদও বটে। তাঁর রচিত সকলই বই জ্ঞান ও তথ্য ভান্ডারে ভরপুর, মানবাধিকার নিয়ে তিনি বিদেশ হতে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তার সকলের জন্য রচিত বইসমূহ সময় উপযোগী, সর্বোজনীন। তাঁর বইসমূহ বিদেশেও হয়েছে প্রশংসিত। বিলেতে তিনি শুধু লেখাপড়াই করেন নি আরো সুপ্ত প্রতিভাও চর্চা করেছেন। বর্তমান সময়ের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। সাহিত্য জগতে কিংবদন্তী পুরুষ যিনি সুশীল সাহিত্য চর্চা করেন। তিনি বিদেশি ইংরেজি ভাষাতেও পান্ডিত্ব দেখিয়েছেন। বহু লেখনী রয়েছে ইংলিশ ভাষায় তাঁর রচনায়। ইসলাম ধর্ম নিয়ে রয়েছে তাঁর গবেষণা ধর্মী সাহিত্য কর্ম। বহু গুনে গুনানিত্ব এক প্রতিভা। স্যারের “আইন ও অধিকার” বইটি অনন্য । সাংবাদিক, পুলিশ, উকিল, ভোক্তা, বিক্রেতা, নেতা হতে সকল পেশার মানুষের জন্য বইটি তিনি লিখেছেন যা জানা সকলের অধিকার।
ড. মুহম্মদ ইদ্রীছ ভূঁইয়া স্যার বলেন, আমি দেশকে আমার ভাবনা , চিন্তা এবং শিক্ষার আলোকে বস্তুনিষ্ঠ জ্ঞান উপহার দিতে চাই যা পড়ে পাঠক সমাজ উপকৃত হবে। এটাই আমার সার্থকতা।
Leave a Reply