নিজস্ব প্রতিবেদক:
আলোকিত মানুষ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক ছিন্নমূল, অসহায়, দিন মজুরের মাঝে ইফতার বিতরণ করেছে আলোকিত মানুষ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি বিগত কয়েক বছরে সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের পাশাপাশি পথশিশু, ছিন্নমূল মানুষের মাঝে এক বেলা আহার সরবরাহ করে আসছে।
এছাড়া ও অসহায় দরিদ্র, ডিভোর্সী, বিধবা, প্রতিবন্ধী সন্তানের মায়েদের কে সংসারের কাজের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্ম দক্ষ করে তোলা এবং এদের কে দেশীয় পণ্য নিয়ে স্বাবলম্বী এবং উদ্যোক্তা হতে সামগ্রিক সহায়তা প্রদান করা হয় সংগঠন থেকে।
আলোকিত মানুষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমিন সুলতানা তুলি জানান -এ সকল সেবামূলক কার্যক্রম সরকার বা ব্যক্তি পর্যায় থেকে কিংবা বিদেশী কোনো দাতা সংস্থা তাদের পাশে দাঁড়ালে এই ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজের পরিধি আরও বাড়ানো যেতো। এছাড়াও একজন নারী সংগঠক এবং উদ্যোক্তা হিসেবে তার এই এগিয়ে চলা অনেক কষ্টকর। সমাজের উন্নয়নমূলক কাজ করতে গিয়ে অনেক সময় ই বিব্রতকর পরিস্থিতির স্বীকার হতে হয়। আমাদের দেশে সরকারি অনেক প্রজেক্ট এবং উন্নয়ন মূলক কাজ অব্যহত রয়েছে। প্রতিটি মানুষ দক্ষ, স্বাবলম্বী হলে দেশের ই জিডিপি বৃদ্ধি পাবে।। তাই এ ধরনের কাজ গুলো যে বা যারা করেন তাদের অবশ্যই সাধুবাদ জানানো উচিত।
Leave a Reply