নরসিংদী প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নরসিংদী রায়পুরার একটি সমাজসেবী সংগঠন “মানবতার ফেরিওয়ালা” পক্ষ থেকে ১৫০টি পরিবারকে ঈদ উপহার প্রধান করা হয়েছে। উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ ঈদ সামগ্রী দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সংগঠনটি সভাপতি “সাঈদ সুজন” সহ অন্যান্য নেতাকর্মীর নিরলস পরিশ্রম করে কার্যক্রম পরিচালনায় সর্বদা সহযোগীতা করে যাচ্ছেন।
সংগঠনের সভাপতি সাঈদ সুজন জানান, আমরা পূর্ব পরিকল্পিত ভাবে রায়পুরার বিভিন্ন এলাকার প্রায় ১৫০টি অসহায় ও দিনমজুর পরিবার কে সহযোগীতা করতে সক্ষম হয়েছি। এছাড়াও এক দুস্থ পরিবারের অসুস্থ ব্যাক্তির চিকিৎসা ব্যয় বাবদ ৫ হাজার টাকা ও কিছু খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা চাই, ঈদ সকল মানুষের মনে উল্লাস ফিরে আসুক।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাতুল চৌধুরী বলেন, আমরা কাউকে অসহায়ের মত অনহারে থাকতে দিবো না। আমাদের স্বপ্ন রায়পুরার প্রত্যেকটা মানুষ সচ্ছলতায় ফিরে আসবে এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবে এটাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।”
Leave a Reply