নিজস্ব প্রতিবেদক:
করোনাময়কালে পুরো দেশ ঘরবন্দি হয়ে পড়লেও বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্র অঙ্গন, নাট্যাঙ্গন সহ বিনোদন জগতের কলা-কৌশলীরা। এরই প্রেক্ষিতে চিত্রনায়ক আশিক চৌধুরীরও ব্যস্ততার কমতি নেই। ভালো গান হলে তাকে মাঝে মাঝে অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হতে দেখা যায় তাকে।
এদিকে, বেলাল খান, কাজী শুভ, শাওন গানওয়ালা, ইমরান, মিলন, মাহাদি সুলতানসহ আরো অনেকের গানে মডেল হিসেবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন শাকিলা পারভীন। তবে এ পর্দাকন্যা যে গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন সেটি হচ্ছে মাহাদি সুলতানের ‘তোর মন পাড়ায়’। তারই ধারাবাহিকতায় আশিক চৌধুরী ও মডেল শাকিলা পারভীন গত বছরের শুরুতে জুটি বেঁধে ‘রঙ্গিলা বাড়ই-২’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে কাজ করেন। গত বছরের সব গানকে পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নেয় এই গানটি। এতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী মৌসুমী আক্তার সালমা ও এইচ পি সোহাগ।
মূলত এদের গাওয়া ‘রঙ্গিলা বাড়ই’ সাফল্যর পরই ‘রঙ্গিলা বাড়ই-২’ নিয়ে আসেন। মিউজিক ভিডিও নির্মাণ করেন জে এস জিসান। গানটি ইউটিউবে বেশ সাড়া ফেলেছে।
চিত্রনায়ক আশিক চৌধুরী বলেন, ‘গত বছরে যতগুলো নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে তার সব কয়টি মিউজিক ভিডিও পিছনে ফেলে ‘রঙ্গিলা বাড়ই-২’ গানটি শীর্ষে জায়গা করে নেয়। সবার পরিশ্রম স্বার্থক হয়েছে। সব মিলিয়ে অসাধারণ একটি গান হয়েছে। দর্শকের সুন্দর সুন্দর কমেন্ট, লাইক ও শেয়ার আমাদের মুগ্ধ করেছে। আশা করছি আগামী দিনেও ভালো কিছু কাজ দর্শককে উপহার দিতে পারবো।
Leave a Reply