বিনোদন ডেস্ক:
আসছে ঈদ উল আযহায় রিলিজ হচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী পারভীন লিসার একক মৌলিক গান “তুমি আমার মনের ভেতর”।
গানটির কথা লিখেছেন ডাক্তার মনজুরুল আলম এবং চমৎকার কথায় সুর দিয়েছেন এই সময়ের তরুণ সুরকার পলাশ লোহ।
পলাশ লোহ এর আগে পারভীন লিসার আরো তিনটি গান এর সুর করেছেন। গানটির মিউজিক করেছেন গুণী মিউজিশিয়ান বেলাল হোসাইন চঞ্চল।
পারভীন তার শ্রোতাদের উদ্দেশ্যে বলেন এই প্রথম ডাক্তার মনজুরুল আলম স্যারের গান করেছি। গানের লিরিক এক কথায় অসাধারণ। সুর নিয়ে কিছু বলার নেই। পলাশ লোহ দাদা বরাবরই অনেক ভালো সুর করেন। এর আগে দাদার সুরে গান করেছি। আর চঞ্চল ভাইয়ের মিউজিকে গানটি আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠবে এমনটিই বলেন এই শিল্পী।
আসছে ঈদুল আযহায় পারভীন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ হবে।
পারভীন জানান এই ঈদে তার ভক্ত ও শ্রোতাদের জন্য এটি তার ঈদ উপহার। সবাই ভালো ভালো বাংলা গান শুনবেন এবং বাংলা গানের সাথেই থাকবেন ভক্তদের উদ্দেশ্যে এমনটিই চাওয়া পারভীনের।
Leave a Reply