বিনোদন ডেস্ক:
শিঘ্রই আসছে কবি ও গীতিকার তাহেরা খাতুন এর কথায় স্বাধীন বাবুর “পোড়াদেহ”। কবি ও গীতিকার তাহেরা খাতুন এর কথায় এই প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী স্বাধীন বাবুর নতুন গান পোড়াদেহ গানটির সুর করেছেন তিনি নিজেই। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন অপু রায়হান।
পোড়াদেহ গানটি কে ঘিরে শিল্পী ও সুরকার স্বাধীন বাবু বলেন, পোড়াদেহ ফোক ঘরানার একটি গান। তাহেরা খাতুন গানটির লিরিক এত চমৎকার লিখেছেন, সুর করতে- আমাকে অনেক ভাবতে হয়েছে। গানটি একটি বিচ্ছেদ গান। আশাকরি ভালো কাজ দিতে পেরেছি।
গানটি নির্মাণ করেছেন চ্যানেল ডট, তাহেরা খাতুন অফিসিয়াল ইউটিউবে এ রিলিজ হচ্ছে।
গানটি কে ঘিরে কবিও গীতিকার তাহেরা খাতুন বলেন, কবিতা লিখতে লিখতে গানের ভুবনে প্রবেশ করেছি- স্বাধীন বাবু আমার খুবই স্নেহের আগেও একটি গানের কাজ করেছেন” করবোনা বারণ শিরোনামে গানটি ও বেশ সাঁড়া ফেলেছে, পোড়াদেহ গানটি ও দর্শক নন্দিত হবে আশা করছি।
Leave a Reply