কোহিনুর প্রীতি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের আকস্মিক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, লাকসাম উপজেলা ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এসময় ছাত্র প্রতিনিধি মেজবাহ উদ্দিন সিয়াম, আব্দুল কাইয়ুম রিফাত, মিনহাজুল ইসলাম, মতিউর রহমান, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম, জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ গত ৩১ অক্টোবর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে বদলি হয়ে ইউএনও হিসেবে প্রথম যোগদান করেন লাকসামে। যোগদানের মাত্র দুই মাসে প্রশাসনিক কর্মকাণ্ডে তিনি লাকসামকে অন্যায়, অবিচার, দুর্নীতি ও শোষণ মুক্ত করে সুন্দর একটি উপজেলা বিনির্মাণে কাজ শুরু করেছেন। ঠিক তখনই আওয়ামীলীগের দোসর লাকসামের কতিপয় ভুয়া সচিব পরিচয়দানকারী এক ব্যক্তি নিজের স্বার্থ চরিতার্থের জন্য অবৈধ সুযোগ সুবিধা নিতে না পেরে জনৈক এক সচিবের নাম ব্যবহার করে অবৈধ তদবিরের মাধ্যমে লাকসামের ইউএনও কাউছার হামিদকে লক্ষীপুর জেলার কমলগঞ্জ উপজেলায় বদলি করান। এমন খবরে লাকসামের সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে উঠেন।
বক্তারা বলেন, লাকসামের ইউএনও কাউছার হামিদ একজন সৎ, মানবিক, নির্ভীক ও ন্যায় পরায়ন প্রশাসনিক কর্মকর্তা। লাকসামে যোগদানের মাত্র দুই মাসেই তিনি এ উপজেলাকে সাধারণ মানুষের কল্যাণে সাজিয়েছেন নতুন ভাবে। সকল অবৈধ ও অনৈতিক কাজ কঠোরভাবে নিয়ন্ত্রণ করায় একজন ডায়নামিক অফিসার হিসেবে তিনি লাকসামে ব্যাপক সুনাম অর্জন করেছেন। যোগদানের মাত্র দুই মাসের মধ্যে তাঁকে বদলি করায় এর প্রতিবাদে এবং বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্ররা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তাদের দাবি অবিলম্বে এই অবৈধ বদলির আদেশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় তারা কঠিন কর্মসূচির ঘোষণা দিবেন। পাশাপাশি জনৈক সচিবের নাম ব্যবহার করে অবৈধ তদবিরকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্র প্রতিনিধিরা।
Leave a Reply