1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৪ জুন ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

ইউএসবি স্পেসালাইজড হাসপাতালের পরিচালক প্রশাসনের দায়িত্ব গ্রহন করলেন মানবিক ডাক্তার রেজাউল হক জুয়েল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকা মহানগরের উত্তরা থানার অন্তর্গত ইউএসবি স্পেসালাইজড হসপিটালের পরিচালক প্রশাসনের দায়িত্ব গ্রহন করলেন মানবিক ডাক্তার রেজাউল হক জুয়েল।

এ উপলক্ষে শনিবার বাদ আসর হাসপাতাল ভবনের ২য় তলায় দায়িত্ব গ্রহন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোবারক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম শরীফ বাবু, কৃষক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, যুবদল উত্তরা পূর্ব থানার সাধারণ সম্পাদক দিপু শিকদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রবি ভূঁইয়া, ছাত্রদল বিমানবন্দর থানা ছাত্রদলের সেক্রেটারি রিপন হোসেন, উত্তরা পূর্ব থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবু, উত্তরা পশ্চিম থানা ছাত্রদল সভাপতি শোয়েব হাসান,দক্ষিণ খান থানা ছাত্রদল সভাপতি সাইফ আহমেদ সাইফ, তুরাগ থানা ছাত্রদল সভাপতি সজল আহমে্দ, উত্তরা পশ্চিম থনা বিএনপির সদস্য মোঃ আলাউদ্দিন, মোঃ ফিরুজসহ আরও অনেকে।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা, মুফতি এমকে নকিব, খতিব বায়তুল তাকাওয়া জামে মসজিদ,গাজিপুর।
এসময় বক্তারা মানবিক ডাক্তার রেজাউল হক জুয়েল এর মানবিক সেবা নিয়ে সৃতিচারণ করে বলেন, সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক রেজাউল হক জুয়েল, এই পেশায় থেকেও মানব সেবার ব্রত নিয়ে প্রতিনিয়ত মানুষের সেবা দিয়ে আসছেন, তিনি বহু বছর যাবত উত্তরার আরএমসি, ইউএসবি হাসপাতালসহ অনেক হাসপাতালে প্রতিদিন অপারেশন এবং ব্যবস্থাপত্র এর মাধ্যমে সেবা দিয়ে আসছেন, তার লক্ষ্য ছিল একটাই-সর্ব-সাধারণ মানুষের মাঝে সেবা পৌঁছে দেওয়া। যা তিনি আজ অনেকাংশেই এর বাস্তব রূপও দিয়েছেন নিজ কর্মগুনে। সাধারণ মানুষের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। হয়েছেন সবার সেরা, সেরাদের সেরা।

তিনি রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠিত চিকিৎসকদের সংগঠন ড্যাব এর সদস্য ও মহানগর যুবদলের স্বাস্থ বিষয়ক সম্পাদক ছিলেন, একারণেই বিশেষ করে উত্তরা এলাকার জাতীয়তাবাদী অসহায় ও নিপীড়িত নেতা কর্মীদের বিনামূল্যে স্বাস্থসেবা দিয়ে আসছেন, এমনকি জুলাই অভুথানের সময় আহত যোদ্ধাদের সেবা নিশ্চিত করতে তার বাসায় ফ্রী মেডিকেল টীম করেছিলেন। ডাক্তার জুয়েল স্বাস্থসেবা দেওয়ার পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকেও অনেককেই আর্থিক সহযোগিতা করে থাকেন এই গুনী চিকিৎসক। ধনী-গরীব, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবার মধ্যে তিনি হয়ে উঠেছেন বিশ্বস্ত বন্ধু। তাই তো তিনি সাধারণ মানুষের কাছে মানবিক ডাক্তার বলেও গোটা মহানগরের মধ্যে আলাদা একটা পরিচিতি পেয়েছেন। মানবিক ডাক্তার রেজাউল হক আনুষ্ঠানিক ভাবে উত্তরার ইউএসবি স্পেসালাইজড হাসপাতালের পরিচালক প্রশাসনের দায়িত্ব গ্রহনের মাধ্যমে তাহাঁর এই স্বাস্থসেবা আরও অনেকদূর এগিয়ে যাবে এমন প্রত্যাশা রইলো ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host