পবিত্র মাহে রমাদান উপলক্ষে নরসিংদী জেলা ব্যাপি ১২শতাধিক রোজাদারকে ইফতার উপহার প্রদান করেছে জনপ্রিয় সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখা।
২০মে (বুধবার) দুপুর থেকেই নরসিংদী সদর, মাধবদী, পলাশ, শিবপুর ও রায়পুরা উপজেলার বিভিন্ন মাদরাসা, এতিমখানা, আলেম উলাম, গাড়ীর ড্রাইভার, পথচারী ও দরিদ্র মানুষের মাঝে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনের শুভাকাঙ্ক্ষী, প্রবাসী ও সদস্যদের অর্থায়নে এই আয়োজন সম্পূর্ণ হয়।
সংগঠনটির নরসিংদী জেলা শাখার সভাপতি ফারহান জোনায়েদ জানান, বর্তমান এই করোনা পরিস্থিতিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং মাহে রমাদানে সকলের সহায়তায় তাদের ইফতার উপহার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। তিনি আরো বলেন, মানবতার কল্যাণে উৎসর্গ ফাউন্ডেশন কর্মীরা সর্বদা তৎপর রয়েছে।
Leave a Reply