ইরাকের রাজধানী বাগদাদে ফের বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবারের হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইরাকের পপুলার মোবিলাইজেন ফোর্স বা হাশাদ আশ-শাবি বাহিনীর কমান্ডকে লক্ষ করে এ হামলা চালায় মার্কিন বাহিনী।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বাগদাদের তাজ রোড সংলগ্নে এই হামলা চালানো হয়।
তবে হাশাদ আশ-শাবি জানিয়েছে ওই গাড়িবহরে একজন সিনিয়র কমান্ডার ছিলেন।
শনিবারের হামলায় ৬ জন নিহত হয়েছেন বলে আল-জাজিরা জানতে পেরেছে। নিহতদের মধ্যে চিকিৎসকেরাও ছিলেন। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, হামলায় আরও তিন জন আহত হয়েছেন।
এর আগে শুক্রবার ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি ও ইরান সমর্থিত পপুলরার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।
Leave a Reply