ঈদের নতুন রঙিন পাঞ্জাবি পেয়ে মহাখুশি নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া সরকার বাড়ি জোবেদা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা।
হারুনুর রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার কাজ” এর প্রধান উপদেষ্টা দুবাই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হারুনুর রশিদের সৌজন্যে রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম ছাত্রদের মধ্যে পাঞ্জাবি বিতরণ করেন পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানবতার কাজ সংগঠনের সভাপতি সোহেল ভূইয়া, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নাসিম আজাদ, স্থানীয় ইউপি সদস্য মোঃ ফারুক মিয়া, এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ মেজবাহ ও পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ। ঈদের আগে নতুন রঙিন পাঞ্জাবি পেয়ে এতিম ছাত্রদের মাঝে এক চিলতে হাঁসি ফুটে উঠে।
আবির মাহমুদ নামে এক এতিম ছাত্র বলেন, আমাদের ঈদে নতুন কাপঁড় পড়ার ইচ্ছে থাকলেও সাধ্য নাই। পরিবারের কেউই নতুন কাপঁড় কিনে দিতে পারবে না। এখান থেকে নতুন কাঁপড় পেয়ে খুব আনন্দ লাগছে।
আশরাফুল নামে আরেক এতিম ছাত্র বলেন, অনেক দিন ধরে নতুন জামা পড়ি না। পুরাতন জামা পড়েই এতিমখানায় পড়াশোনা করছি। এবার ঈদের দিন নতুন জামা পড়ে ঘুরতে পারবো। খুব আনন্দ হবে, খুব মজা হবে।
মানবতার কাজ সংগঠনের সভাপতি বলেন, এতিমখানার এতিমরা বিভিন্ন ভাবে অবহেলিত। তাদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আশা উচিত। তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই জীবন-মানের উন্নতি ঘটবে। পড়াশোনা ভালো হবে।
মানবতার কাজ সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নাসিম আজাদ বলেন, সুবিধাবঞ্চিত এতিম ছাত্রদের ঈদে নতুন জামা কেনার সাধ্য নাই। তারা অনেক কষ্টে দিনাপাত করে। তাই এসব অসহায়, এতিম ছাত্রদের পাশে থাকি আমরা । ঈদের রঙিন পাঞ্জাবি বিতরণ করে এতিম ছাত্রদের মাঝে হাঁসি ফুটাতে পেরে আনন্দ লাগছে। আমাদের এসব মানবিক কাজ সবসময় অব্যহত থাকবে।
Leave a Reply