ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতাঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক নারী কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ উপজেলায় এটিই প্রথম করোনাভাইরাস সংক্রমণের ঘটনা। রবিবার ওই নারীর নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়।
জানা যায়, গত ৭এপ্রিল ওই নারী নারায়ণগঞ্জ থেকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে নিজ বাড়িতে আসেন। নারায়ণগঞ্জেে তিনি গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ১১ এপ্রিল শনিবার তার করোনার পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
রোববার ওই নারীর দেহে করনো ভাইরাস সনাক্ত হওয়ায় উপজেলার আঠারবাড়ী ইউনিয়ন লকডাউন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এতে ওই ইউনিয়নসহ সমগ্র উপজেলাবাসীর মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পরে।
বিকালে এলাকাবাসীকে লকডাউন বিষয়ে অবহিতসহ সচেতন করতে আঠারবাড়ি ইউনিয়ন পরিদর্শণ করেন উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানআকন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হুদা খান প্রমূখ।
Leave a Reply