ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদদাতা:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নোভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা বাস্তবায়নে দিন রাত একাকার করে উপজেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঝটিকা অভিযান চালাচ্ছে। জনসাধারণকে সচেতন করতে ইউএনও জাকির হোসেন, এসিল্যান্ড সাঈদা পারভীন, ওসি মোখলেছুর রহমান আকন্দ নিজেই হ্যান্ড মাইকে ঘোষণা করছেন সচেতনতা ও সতর্ক বার্তা। এতকিছুর পরও জনস্বার্থে সরকারি নির্দেশনা অমান্যকারীদের জরিমানা করতে বাধ্য হচ্ছন।
গত শুক্র ও শনিবার দুইদিনে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার উপজেলার শিমুলতলা মোড়ে ১জন, শনিবার পৌর বাজারের ৪জন ও উচাখিলা বাজারের ১জন মোট ৬ ব্যবসায়ীকে ১৬হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন আজ শনিবারের আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন ওসি মোখলেছুর রহমান আকন্দ ও র্যা ব সদস্য।
Leave a Reply