আলোকিত পরিবর্তনের লক্ষ্যে চাই সমৃদ্ধ ডৌকারচর শ্লোগানকে কেন্দ্র করে বিজয় উৎসব উদযাপিত হয়েছে নরসিংদীতে। বৃহস্পতিবার জাতীয় সাহিত্য সংস্কৃতিক ও নাগরিক সংগঠন উন্মোচন সাহিত্য পরিষদ ডৌকারচর ইউনিয়ন শাখা কর্তৃক বিজয় দিবস উপলক্ষ্যে ১০০ দিনে তরুণদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মডেল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে এক কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় উন্মোচন সাহিত্য পরিষদ’র প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সভাপতি মো. মাহবুব আলম উদ্বোধন করলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্মোচন সাহিত্য পরিষদ রায়পুরা শাখার সভাপতি প্রভাষক আবুল হাসান তারেক। বিশেষ আলোচক ছিলেন উন্মোচন সাহিত্য পরিষদ’র স্থায়ী কমিটির সদস্য সাইফুল ইসলাম মুন্না।
সভাপতিত্ব করেন উন্মোচন সাহিত্য পরিষদ’র ডৌকারচর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সুমন ফরাজী, সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন, উন্মোচন সাহিত্য পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ মহিউদ্দিন রাশেদ, সমন্বয়ক মোঃ তারেক রহমান, নরসিংদী সরকারি কলেজ শাখার সভাপতি আশরাফুল ইসলাম আশিক, নরসিংদী পৌরসভা শাখার সভাপতি ফরহাদ সরকার মাছুম, আয়ূবপুর ইউনিয়ন শাখার সভাপতি মেহেদী হাসান রাজিব, চরসুবুদ্ধি ইউনিয়ন শাখার সভাপতি তৌহিদুল ইসলাম তুষার, নরসিংদী সরকারি ট্রেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি মোঃ তারিফ খন্দকার, সাধারণ সম্পাদক জোবায়ের খন্দকার জেমিন। তরুণ উদ্যাক্তা মোঃ রাসেল, নাজমুল হক তপু ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের সংগঠকরা। এ সময় উন্মোচন সাহিত্য পরিষদ’র প্রতিষ্ঠাতা মো. মাহবুব আলম সমৃদ্ধ মডেল ইউনিয়ন গড়তে ১০০ দিনের ধারণা উত্থাপন করেন।
আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক আবুল হাসান তারেক বলেন, ১০০ দিনের মধ্য দিয়ে তরুণদের কর্মস্পৃহা প্রমাণের সুযোগ রয়েছে। আমরা চাই নতুন প্রজন্ম বিশেষ করে ডৌকারচরবাসী এ সুযোগকে কাজে লাগানোর মধ্য দিয়ে একটি সমৃদ্ধ ডৌকারচর গড়ে তুলতে পারবে। সবাই মিলে এক সাথে কাজ করতে হবে।
Leave a Reply