নরসিংদী প্রতিনিধি : নরসিংদী বয়েজ মডেল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চিনিশপুরস্থ স্কুল ক্যাম্পাসে উক্ত ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার ২২ টি ইভেন্টে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নিয়েছিল।
অনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া।
তিনি বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা দেশের সম্পদ। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন আজকের শিক্ষার্থীরা মাধ্যমে পুরণ হবে। তারাই একটি গর্বিত ও সমৃদ্ধ দেশ গড়বে। তিনি বলেন, উপযুক্ত নাগরিক ও ভবিষ্যতের নেতা তৈরির জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। মানসম্মত ও গুণগত মান সম্পন্ন শিক্ষার প্রদানের জন্য শিক্ষকদের আহবান জানান তিনি।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
নরসিংদী বয়েজ মডেল স্কুল ও কলেজের সভাপতি মুফতি আবু তালহা সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান, নরসিংদী বয়েজ মডেল স্কুল ও কলেজের উপদেষ্টা মোহাম্মদ আবু তাহের, উপদেষ্টা বদরুজ্জামান ভূঁইয়া এবং উপদেষ্টা মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া।বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী বয়েজ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী আকবর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্কুলের উপাধ্যক্ষ শরিফুল ইসলাম।
Leave a Reply