নিজস্ব প্রতিবেদক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১১ হাজার ৩২৪ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে সরকার দেবে ৫ হাজার ১৪০ কোটি ৩৯ লাখ, বিদেশি ঋণ ৬ হাজার ১৬৫ কোটি ৮২ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৮ কোটি ১২ লাখ টাকা।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
একনেক সভা শেষে বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে আমরা অবকাঠামো তৈরি করে দেবো। বাকি কাজ করবে বিনিয়োগকারীরা। শিল্প নগরে আমর্স বা ড্রাগ তৈরির জন্য প্রকল্প নেয়া যাবে না। এখানে আমাদের অনুমোদিত পণ্য তৈরির জন্য যে কেউ বিনিয়োগ করতে পারবে।
তিনি বলেন, এখন পানি সরবরাহ ব্যবস্থা ভালো আছে। পরিবেশগত কারণে জলবায়ু প্রভাবের কারণে পানি সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে হবে। রাজধানীতে পানি সরবরাহ আরও উন্নত করতে মেঘনা নদী থেকে পানি আনা হবে।’
তিনি আরও বলেন, আমরা প্রশিক্ষিত ড্রাইভার তৈরি করব। নারীদের অগ্রাধিকার দেয়া হবে। যারা অষ্টম শ্রেণি পাস, সুস্বাস্থ্যের অধিকারী এবং চোখ ও কান যাদের ঠিক থাকবে তারা প্রশিক্ষণ নিতে পারবেন।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো
পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প; ঢাকা ইনভায়রনমেন্টালি সাসটেইএ্যাবল ওয়াটার সাপ্লাই ওয়াটার সাপ্লাই প্রজেক্ট; টাঙ্গাইল জেলার ১০টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প; যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প; তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প; ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন-ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্প; বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প এবং হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্প।
Leave a Reply