স্থানীয়রা জানায়, শুভুল্যা, কুর্নী, হাতকুড়া গ্রামের মানুষদের দাফনের জন্য ওই কবরস্থান নির্মাণ করা হয়। বুধবার সকালে ওই কবরস্থানের ২২টি কবর খোঁড়া দেখা যায়। ভেতরে ঢুকে দেখা যায় কবরে কঙ্কাল নেই।
শুভুল্যা সোহাগ কবরস্থান কমিটির সভাপতি হুমায়ূন তালুকদার বলেন, কবরাস্থানটিতে আলোর ব্যবস্থা না থাকার সুযোগ নিয়েছে চোরেরা। কয়েক মাস আগেও এখান থেকে ৫-৬টি কঙ্কাল চুরি হয়েছে।
মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply