একুশে টেলিভিশনের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে যোগ দিলেন বিটিভির সাবেক মহা পরিচালক পীযুষ বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি যোগদান করেন। প্রথম দিনই তিনি একুশের টেলিভিশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।
পীযুষ বন্দ্যোপাধ্যায়কে ফুল দিয়ে অভিনন্দন জানায় সম্প্রীতি বাংলাদেশ। তিনি সংগঠনটির আহ্বায়ক। একইদিন সন্ধ্যায় বার্তাকক্ষে সাংবাদিকদের সাথে পরিচিত হন।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন পীযুষ বন্দ্যোপাধ্যায় । তিনি একজন নাট্যকার, আবৃত্তিকার ও সংগঠক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে এমএ করেছেন।
Leave a Reply