হৃদয় খান, স্টাফ রিপোর্টার:
অমর একুশে বইমেলা ২০২৫-এ নবীন লেখক সিফাত নুসরাতের প্রথম কমার্শিয়াল থ্রিলার উপন্যাস “রুহি” প্রকাশিত হয়েছে। বইটি টাঙ্গন প্রকাশনীর ৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
উপন্যাসটির মোড়ক উন্মোচন রবিবার বিকেল ৫টায় বনানীর স্টুডিও বাই নুজ-এর ২য় শাখায় (বাড়ি-৭২, রোড-২১, ব্লক-বি, বনানী মডেল টাউন, ঢাকা-১২১৩) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা ও ঢালিউড কুইন অপু বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রনায়ক জয় চৌধুরী, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেন, মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সাকিব সনেট।
সিফাত নুসরাত একাধারে নবীন লেখিকা, সফল ব্রাইডাল মডেল ও উদ্যোক্তা। তাঁর লেখা “রুহি” পাঠকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আসবে এবং বাংলা কমার্শিয়াল থ্রিলার সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যাচ্ছে।
উপন্যাসটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং সংগ্রহ করতে বইমেলায় টাঙ্গন প্রকাশনীর ৯ নম্বর স্টলে আসতে পারেন।
Leave a Reply