নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের কারণে গৃহবন্দির পাশাপাশি কর্মহীন হয়ে পেড়েছে দেশের নিম্ন আয়ের মানুষজন। এসব কর্মহীন অসহায় মানুষের জন্য সরকারী বিভিন্ন সাহায্য-সহযোগিতার পাশাপাশি তাদের মুখে খাবার তুলে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে জনপ্রিয় কন্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’।
ইতিমধ্যে দুইশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সালমা। নতুন করে আরও এক হাজার পরিবারকে এই সহায়তা দিচ্ছে সালমার সেবামূলক প্রতিষ্ঠানটি।
সালমা বলেন, নিন্ম মধ্যবিত্তের পক্ষ থেকে প্রচুর কল আসছে। তাদের মধ্যে সপ্তাহের খাদ্য বিতরণ করা শুরু করেছে সাফিয়া ফাউন্ডেশন। তিন হাজার কেজি পণ্য আমাদের স্টকে আছে। শেষ হওয়া মাত্রই আরও ব্যবস্থা করা হবে। গৃহহীন মানুষকে রান্না করা খাবার বিতরণ করবে সাফিয়া ফাউন্ডেশন।
জনপ্রিয় এই কণ্ঠশিল্পী আরো বলেন, সাফিয়া ফাউন্ডেশনের আরো অনেকগুলো পরিকল্পনা রয়েছে। এরমধ্যে অন্যতম হলো শিশুখাদ্য। আমরা চাল-ডাল পৌঁছে দিচ্ছি কিন্তু শিশুরা কী খাবে? আমরা পরবর্তী তালিকা করছি শিশুখাদ্যের। যেসব পরিবারে শিশু আছে সেসব পরিবারে আমরা ওদের জন্য খাদ্য পৌঁছে দেবো।
তিনি আরও বলেন, আমরা সবাই যদি এই সময়ে এগিয়ে আসি খারাপ সময়টি সহজেই মোকাবিলা করতে পারবো। আমাদের একটু সহযোগিতা হাজারও মানুষের মুখে হাসি ফুটাতে পারে। তাই সবার প্রতি আহ্বান থাকবে আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রতিষ্ঠানটিও নিয়মিত কাজ করে যাবে ইনশাআল্লাহ।
Leave a Reply