নিজস্ব প্রতিবেদক :
বিশ্বজুড়ে আঘাত হেনেছে প্রাণঘাতি করোনা ভাইরাস। রেহাই পায়নি আমাদের বাংলাদেশটিও। করোনা থেকে রেহাই পেতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সকল শ্রেণী পেশার মানুষ এখন ঘরবন্দি। এমতবস্থায় অসহায়দের জন্য সরকারী বিভিন্ন সাহায্য সহযোগিতার পাশাপাশি দেশব্যাপি করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ধারাবাহিক সহায়তা কার্যক্রম অব্যহত রেখেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ও সানাউল্লাহ নূর সাগর দম্পতির সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’।
দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকার গৃহহীন অসহায় মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ প্রক্রিয়া নিয়মিতই চালিয়ে যাচ্ছেন সালমার এই প্রতিষ্ঠান।
এরই ধারাবাহিকতায় শনিবার (১১ এপ্রিল) থেকে অসচ্ছল পরিবারের বাচ্চাদের মধ্যে নিয়মিত দুধ বিতরণ শুরু করছে ‘সাফিয়া ফাউন্ডেশন’। প্রথম দিন ২০০ শিশুর মধ্যে ৫০০ গ্রাম করে দুধ বিতরণ করা হবে। এ সহায়তাও ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন সালমা।
এর জন্য সাফিয়া ফাউন্ডেশনের পেজে (https://www.facebook.com/safiafoundation.ed/) যারা নক করবেন, তাদের বাড়িতে দুধ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নির্দিষ্ট কিছু পরিবারের তালিকা করেও দুধ পৌঁছে দেওয়া হচ্ছে।
এদিকে গত কয়েক দিনে কয়েক ধাপে ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’র পক্ষ থেকে ঢাকা ও আশ-পাশের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্রসামগ্রী বিতরণ করা হয়।
সালমা বলেন, আমরা সবাই যদি এই সময়ে এগিয়ে আসি খারাপ সময়টি সহজেই মোকাবিলা করতে পারবো। আমাদের একটু সহযোগিতা হাজারও মানুষের মুখে হাসি ফুটাতে পারে। তাই সবার প্রতি আহ্বান থাকবে আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রতিষ্ঠানটিও নিয়মিত কাজ করে যাবে ইনশাআল্লাহ।
Leave a Reply