মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
“দেশী পণ্য কিনে হোন ধন্য” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওয়ালটন প্লাজা কুলিয়ারচর শাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ জুন) বিকালে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সে ওয়ালটন প্লাজা’র নিজস্ব শো-রুমে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ওয়ালটন প্লাজা কুলিয়ারচর শাখা শুভ উদ্বোধন করেন ওয়ালটন এর সিনিয়র এক্সিকিউটিভ ও আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই এর সভাপতি চিত্র নায়ক আমির খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার সজিত কুমার দাস ও মিরাক্কেলের খ্যাত সিজন চিপ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও ওয়ালটন প্লাজা কুলিয়াচর শাখার ম্যানেজার মো. বখতিয়ার হোসেন।
এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিদেশী পন্য বর্জন কর দেশীয় পণ্য ক্রয় করে দেশের টাকা দেশে রেখে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি করার লক্ষে সকলকে বিশেষ ভাবে আহ্বান জানান।
Leave a Reply