ডেস্ক রিপোর্ট:
পটুয়াখালীর দশমিনাতে প্রথম রমজানে করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দশমিনা উপজেলার সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সর্বমোট ৯০০টি পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে প্রধানমন্ত্রী (জননেত্রী শেখ হাসিনা) কর্তৃক প্রদেয় জিআর চাল বিতরণ করা হয়।
বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর নির্দেশে বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল সরেজিমনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন।
এসময় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদ ইকবালসহ সকল ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিএলআরসি জামীল বলেন, ত্রাণ বিতরণ যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হয় সেজন্য সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply