ডেস্ক নিউজ:
কবি ও গীতিকার সুরভী আক্তার মালার ২৪তম জন্মদিন আজ ২৩ নভেম্বর । এই দিনে তিনি নরসিংদীর কাহেতের গাঁও এ জন্ম গ্রহণ করেন স্কুলে পড়াকালীন সময় থেকে তিনি ছড়া, কবিতা গল্প লিখেতে শুরু করেন। ভালো কিছু করার ইচ্ছে থাকলেও পারিপার্শ্বিক অবস্থার কারণে সামনে এগিয়ে যেতে পারেনি। তিনি থেমে থাকেননি তার কলম চলছিলো। সাধনা করলে ফল মেলে। তার কথামালায় বাংলাদেশের বারবার জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী ও কন্ঠ শিল্পী ফজলুর রহমান বাবু গেয়েছেন বাবা শিরোনামে একটি গান। গানটি মুক্তি পায় জনপ্রিয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম টাচ্ মিডিয়ার ব্যনারে গানটির সুর ও ভিডিও নির্মাণ করেন স্বাধীন বাবু।
এ ছাড়া ও স্বাধীন বাবুর সুর ও কন্ঠে আরও কয়েকটি লেখা গান রিলিজ এর অপেক্ষায় রয়েছে। তিনি জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় আরো শিল্পীরা সুরভী আক্তার মালার গান নিয়েছেন গাইবার জন্য।
আজ শুভদিনে সুরভী আক্তার মালার সাথে যোগাযোগ করলে উনি বলেন, শুকরিয়া মহান আল্লাহ তায়ালার কাছে এবং আমার বাবা মা এর কাছে চিরঋনি, যাদের ঋন শোধ করার নয়। আমার বাবা নেই। বাবা থাকলে অনেক খুশিতে দিনটি কাটাতাম। আল্লাহ যেনো বাবাকে বেহেশত নসিব করেন আর মায়ের সুস্থ ও নেক হায়াত দান করেন।
সুরভী আক্তার মালা আরো বলেন আমি সকলের কাছে দোয়াপ্রার্থী। আমার লেখাপড়া এবং কবিতা লেখার সকল অনুপ্রেরণা আমার ছোট মামা,ছোট মামার জন্য ই হয়তো আজ এটুকু লিখতে বা পড়তে শিখেছি। আমি যেনো আরু অনেক ভালো ভালো কাজ করে সকলের হৃদয় জয় করতে পারি সেই কামনা করি। জন্মদিনে আমি কেক কাটি,না দুস্থ ও এতিমের খাবার বিতরণ করি।
Leave a Reply