নরসিংদীর আঞ্চলিক ভাষার ছড়া
পুতের বৌ ও শ্বশুর
মহসিন খোন্দকার
কি’গ বেডি কইত্তে আই’ছ
সেলাম কর-অ পাওছুঁইয়া?
আব্বা কদ্দুর বাইত গেছিলাম
নারাণগঞ্জের গাউছিয়া।
তোমার আম্মার শইল ভালানি?
হুনছি অসুখ মামুর!
ছুডু ভাইডা বিছনাত পরা
কুইত্তায় মারছে কামুর।
আম্মায় কয়ডা পিডা দিছিন,
দিমু আব্বা বাইরা?
পরে খামনে,গাই দুয়ামু,
বাছুর দিছি ছাইরা।
Leave a Reply